শেরপুরের নকলায় আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
স্বপন আহমেদ, (নকলা) শেরপুর ।।
শেরপুর নকলা উপজেলায় আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে ১১ নভেম্বর সকালে নকলা উপজেলা আওয়ামী যুবলীগের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়রম্যান শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নকলা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফ এম কামরুল আলম রঞ্জু ও মোঃ রেজাউল করিম রিপনসহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড থেকে আগত যুবলীগ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী যুবলীগের কর্মসূচি বিকাল ৩টায় নকলা মুক্তমঞ্চে আলোচনা সভা ও সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল, আব্দুল খালেক ও মহিদুল ইসলাম; সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুগ্ম সম্পাদক শাহ মোঃ বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান খলিল, সাংগঠনিক সম্পাদক নকলা ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান সুজা, সাংগঠনিক সম্পাদক উরফা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক হীরা, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিত ধর সুভাষ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুর, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এফ এম কামরুল আলম রঞ্জু ও মোঃ রেজাউল করিম রিপন; সদস্য মোঃ আব্দুল্লাহেল খসরু রুবেল, মোঃ আইয়ুব খান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ হুমায়ুন কবীর বর্ষা, এ কে এম মাহবুবুল আলম সবুজ, মোঃ সরফরাজ খান, মোঃ আকরাম হোসেন, মোঃ রাশেদুল হাসান রঞ্জু, মোঃ মর্তুজ আলী, মোঃ সোহেল রানা, মোঃ আনোয়ার হোসেন শিপন, মোঃ শিহাব উদ্দিন, মোঃ ফরিদ উদ্দিন ও মোঃ আদিল আহমেদ পল্লব।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেভিডসহ অন্যান্যদের মধ্যে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্র ধর, টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আকন্দ, পৌর যুবনেতাকর্মী, নব গঠিত বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক।
আর সাংস্কৃতিক অনুষ্ঠানে চ্যানেল আই সেরা কণ্ঠ মিস কাকলী এবং চ্যানেল নাইন এর পাওয়ার ভয়েজ সেরা টপ টেন মিস হাসনা হেনা গান পরিবেশন করেন।