শেরপুরে পৌরসভা এসোসিয়েশনের কর্মবিরতী

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 13.11.2017 - 11:55 PM
Share icon
নিজস্ব প্রতিবেদক।। সারাদেশের ন্যায় পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সহ সকল সুবিধা সরকারী কোষাগার থেকে প্রাপ্তির দাবিতে বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রিয় কমিটির কর্মসূচি অংশ হিসেবে ১৩ নভেম্বর সোমবার সকাল ৯টা থেকে সারাদিন পূর্ণদিবস কর্মবিরতী পালন করেছে পৌর সার্ভিস এসোসিয়েশন শেরপুর জেলা শাখা, নকলা, নালিতাবাড়ী ও শ্রীবরদী পৌরসভা সহ ৪টি পৌরসভা।   এসময় পৌর সার্ভিস এসোসিয়েশন জেলা শাখার নেতৃবৃন্দদের নেতৃত্বে সকাল থেকেই শেরপুর পৌর সভার প্রাঙ্গনে সকল কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতিতে অংশ গ্রহণ করে।   পরে পৌর সার্ভিস এসোসিয়েশন শেরপুর জেলা শাখার সভাপতি আবু লায়েছ মোঃ বজলুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা আঃ কাদের, বস্তি উন্নয়ন কর্মকর্তা শরীফ উদ্দিন আহাম্মেদ, পৌর সার্ভিস এসোসিয়েশন শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন, পৌর পানি তত্ত্বাবধায়ক মোঃ রেজাউল করিম রাজা, পৌর ইউনিট কমিটির সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ঝন্টু, পৌর ইউনিট কমিটির সহ-সভাপতি নূরই আলম চঞ্চল, এ,টি,এম মোস্তাসিন বিল্লাহ জাকির, বদিউজ্জামান বদি, সারোয়ার জাহান, গোলাম মোস্তুফা, আব্দুল মান্নান, আমিনুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশের ৩২৭টি পৌরসভা এক যোগে আজকের পূর্ণদিবস কর্মবিরতী কর্মসূচী পালন করছে। এরই অংশ হিসেবে শেরপুর জেলার ৪টি পৌরসভা এ পূর্ণ দিবস কর্মবিরতী পালনে অংশ গ্রহণ করেছে।   এসময় পৌর সার্ভিস এসোসিয়েশন শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন সাংবাদিকদের জানান, আজকের ১৩ নভেম্বর কর্মসূচির মাধ্যমে যদি তাদের দাবী মানা না হয় তবে আগামী ৩ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির ঘোষণায় বাংলাদেশের ৩২৭টি পৌরসভা ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে সমাবেশ ও মানব বন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করবে।  
Share icon