শেরপুরের নালিতাবাড়ীতে প্রশ্ন পত্র ফাঁস করার অভিযোগে ১ জনের ২ বছরের কারাদন্ড
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 19.11.2017 - 09:44 PM
জিএইচ হান্নান,শেরপুর।।
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় সমাপনী পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস করার অভিযোগে শরিফুল আলম (২০) নামে এক অনার্স পড়ুয়া শিক্ষার্থীকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড- ও দুই হাজার টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৯ নভেম্বর রোববার দুপুরে ফকিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরিক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান এ আদালত পরিচালনা করেন।
শরিফুল আলম উপজেলার মরিচপুরার ইউনিয়নের গোজাকুড়া গ্রামের মতিউর রহমানের ছেলে ও ময়ময়সিংহের আনন্দ মোহন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার থেকে সারা দেশে ন্যায় নালিতাবাড়ী উপজেলাতেও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সমপানী পরিক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালীন সময়ে সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান ফকিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র পরির্দশেন যান।
এসময় শরিফুলের ছোট ভাই পরীক্ষার্থী থাকায় সে কেন্দ্রের ভেতরে অবস্থান করছিলেন। এতে শরিফুল কে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার মোবাইল ফোনের ফেসবুক মেসেঞ্জারে ইংরেজি পত্রের হুবু হুবু মিল একটি প্রশ্ন পত্র পাওয়া যায়।
এসময় শরিফুল প্রশ্ন ফাঁসের বিষয়টি স্বীকার করেন। পরে বেলা ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ‘পাবলিক পরীক্ষা প্রশ্ন পত্র আইন (অপরাধ) ১৯৮০ এর ৯ (খ) ধারায়’ শরিফুল আলমকে দুই বছরের বিনাশ্রম কারাদ- ও দুই হাজার টাকা জরিমানা দেন। এসময় শরিফুলের একটি মোবাইল ফোনসহ দুটি সীম ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান ভ্রাম্যমান আদালতের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, ইংরেজী প্রশ্ন পত্রের হুবু হুবু মিল একটি প্রশ্ন পত্র শরিফুলের মোবাইল ফোনের ফেসবুক মেসেঞ্জারের পাওয়া যায়। সে রোববার সকালে এটি একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে পেয়েছে বলে জানায়।
কিন্তু কার কাছ থেকে প্রশ্ন পত্রটি পেয়েছে, তা সে জানাতে পারে নি।