শেরপুরে উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 28.12.2017 - 05:31 PM
সময় ডেস্ক ॥ শেরপুর পৌরসভার ৩নং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে এবং চরশেরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগণনা শেষে সন্ধ্যায় রিটার্নিং অফিসার মুতাসিম বিল্লাহ ঘোষিত ফলাফল অনুযায়ী কাউন্সিলর পদে বিএনপি সমর্থিত প্রার্থী রুহুল আমিন (গাজর) ১ হাজার ৬০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুবলীগ নেতা রহমত উল্লাহ বোতল) পেয়েছেন ১ হাজার ৩৪৬ ভোট। অপরদিকে চরশেরপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে মাসুদ রানা কোহিনুর (তালা) ৯৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী (টিউবওয়েল) পেয়েছেন ৯৩২ ভোট।
পৌরসভার ৩নং ওয়ার্ডের ৩ দফায় নির্বাচিত কাউন্সিলর রফিকুল ইসলাম সিরা গত ২৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় ওই ওয়ার্ডের ওয়ার্ডে এবং চরশেরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য নজরুল ইসলামের মৃত্যুতে উপ-নির্বাচনে ৪ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ওই ২টি ওয়ার্ডে ভোটকেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকায় সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরে বেজায় খুশি।