জামালপুরে জাসাসের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 27.12.2017 - 05:04 PM
এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার শহরের একটি রেস্তোরায় জামালপুর জেলা জাসাসের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা জাসাসের সভাপতি রিজভী আল জামালী রনজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- শিক্ষা, সংস্কৃতি, গান-বাজনা এবং ধর্মীয় সংস্কৃতিসহ দেশে বিভিন্ন সংস্কৃতির দিক রয়েছে। কিন্তু আজ দেশে সকল সংস্কৃতিই ভারতীয় আগ্রাসনে বিপন্ন হয়ে পড়েছে। আমরা যে চিন্তা চেতনাকে লালন করে এদেশে স্বাধীনতা পেয়েছিলাম আমরা যদি সেই দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে দেখা যাবে দেশে শুধু সংস্কৃতিই বিপন্ন হয়নি স্বাধীনতাও বিপন্ন হয়ে পড়েছে। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাবেক বিশেষ সম্পাদক লোকমান আহম্মেদ খান লোটন, ছাত্রবিষয়ক সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল আলম বাবলু, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মাওলানা কাজী মসিউর রহমান, জেলা শ্রমিকদলের আহ্বায়ক শেখ আব্দুস সোবহান, জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।
এছাড়া বিএনপি নেতা রুহুল আমিন মিলন, সাজ্জাদ হোসেন পল্টন, জাসাস নেতা কাবিরুল হাসান, শামীম আহমেদ হীরা, মামুন সারগাম, নজরুল ইসলাম মাস্টার, মেজবাহ উদ্দিন, নূরনবী, জনি আহম্মেদ, দেলোয়ার হোসেন, মাসুম রেজা, সেলিম হাসানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহবায়ক মনোয়ার ইসলাম কর্ণেল, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইকরামুল হোসেন মানিক, সাবেক সাধারণ সম্পাদক নুুরুল মোমেন আকন্দ কাওসার, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল হালিম, শহর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাসাসের নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।