শেরপুর নকলায় মোটরসাইকেলসহ চোর আটক

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 21.11.2017 - 10:37 PM
Share icon
   স্টাফ রিপোর্টার ।। শেরপুর জেলার নকলা উপজেলায় একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় বিপ্লব নামের এক চোরকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। আটককৃত চোর নালিতাবাড়ী উপজেলার পৌরসভার আমবাগান এলাকার আওরঙ্গজেবের ছেলে।   স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নকলা পৌরসভার বাজারদী এলাকার (হাজীজালমামুদ কলেজের পিছনে) জুলহাস উদ্দিনের ছেলে সুমন ২০ নভেম্বর সোমবার সন্ধ্যায় তার বাসার সামনে নিজের ১০০সিসি ডিসকভার মোটরসাইকেলটি রেখে তার বাসার ভিতরে ডুকে। এইফাঁকে আগেথেকেই উৎপেতে থাকা সঙ্গবদ্ধ চোর দলের সদস্য বিপ্লব সুমনের মোটরসাইকেলের তালা ভেঙ্গে ষ্টার্ট দিতে গেলে শব্দ শুনে সুমন বাসা থেকে বেড়িয়ে আসলে ওই চোর দৌঁড়ে পালাতে চেষ্টা করে। এসময় সুমনের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে চোরকে দৌড়ে ধরে ফেলে। পরে এলাকাবাসী চোর বিপ্লব কে উত্তম মাধ্যম দিতে থাকে; এ খবর পেয়ে নকলা থানার পুলিশ কর্মকর্তা রতন চৌধুরী, কামাল, ডিএসবি খলিল ও সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল গিয়ে চোর বিপ্লবকে জনতার হাত থেকে উদ্ধার এবং আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।   নকলা থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, বিপ্লব একজন পেশাদার মোটরসাইকেল চোর দলের সদস্য। এবিষয়ে বিপ্লবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ২১ নভেম্বর মঙ্গলবার নকলা থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়। পরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এর আগে নকলা থেকে অনেক গুলো মোটরসাইকেল চুরি হলেও কোন চোরকে আটক করা সম্ভব হয়নি। এই মোটরসাইকেল চোর বিপ্লবকে রিমান্ডে এনে জিজ্ঞাসা বাদ করা হলে বিগত দিনের চুরি হওয়া মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের আটক করা সম্ভব হবে বলে এমনটাই মনে করছেন এলাকাবাসী।
Share icon