জামালপুর বিড়ি শ্রমিকদের মানববন্ধন
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 23.11.2017 - 01:17 PM
এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি ।। বর্ধিত কর প্রত্যাহার এবং বিড়ি শিল্প ধ্বংসের ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানিয়ে জামালপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। গত বুধবার দুপুরে জামালপুর শহরের দয়াময়ী চত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক এমকে বাঙালি, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন।
বিড়ি শ্রমিক নেতারা জানান, বিড়ি শিল্পের সাথে দেশের প্রায় ১৫ লাখ শ্রমিক জড়িত। এই শ্রমিকরা নিজেদের শরীরের রক্ত পানি করে বিড়ি শিল্পকে প্রতিষ্ঠিত করেছে। কিছু কুচক্রি মহল সব সময় চেয়েছে বিড়ি শিল্পকে ধ্বংস করতে। বিড়ির উপর দফায় দফায় ট্যাক্স বাড়ানো হলেও সিগারেটের উপর বাড়ছে না। বিড়ি শিল্পকে বাঁচাতে এবং নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে বিড়ি শ্রমিকরা মাঠে নেমেছে। বিড়ির উপর বর্ধিত কর প্রত্যাহার করে এই শিল্পকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন শ্রমিকরা। অতিরিক্ত ট্যাক্স প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবারও হুমকি দিয়েছেন শ্রমিকরা।
বিড়ি শ্রমিকরা জানান, প্রতিদিন বিড়ি তৈরি করে যে অর্থ উপার্জন করেন তা দিয়ে তাদের সংসার চলছে। ছেলেমেয়েদের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। শিল্পটি বন্ধ হলে তাদের পথে বসা ছাড়া আর কোন উপায় থাকবে না। কর্মহীন হয়ে পড়বে লাখ লাখ শ্রমিক। দেশের লাখ লাখ বিড়ি শ্রমিক ও তাদের পরিবারের কথা বিবেচনা করে বিড়ি শিল্পের উপর বর্ধিত ট্যাক্স প্রত্যাহার এবং শিল্পটিকে টিকিয়ে রাখতে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমন প্রত্যাশা বিড়ি শ্রমিকদের।