শেরপুরে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমান আদায়কে কেন্দ্র করে অর্ধদিবস ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 23.11.2017 - 06:21 PM
জিএইচ হান্নান, শেরপুর ।।
শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র নয়আনী বাজারে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ২২ নভেম্বর বুধবার এক ভ্রাম্যমান আদালত একই দোকানের ব্যবসায়ীকে বারবার জরিমানা করায় শেরপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর আহ্বানে ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২ পর্যন্ত অর্ধদিবস শেরপুর জেলা শহরের সকল দোকান পাট, কাঁচাবাজারসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ী সংগঠন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সূত্র জানান, ২২ নভেম্বর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেরপুর শহরের নয়আনী বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স হরিপদ মালাকার কে ৩ হাজার টাকা, রামচন্দ্র ভান্ডারকে ১ হাজার টাকা ও বিপ্লব সরকারকে ১ হাজার টাকা এবং মেসার্স সূর্য কুমার দত্ত প্রতিষ্ঠানের শুকনা বড়ই ফলে ময়লা থাকার দায়ে মালিক অরুন কুমার দত্তকে ৩০ হাজার টাকা জরিমান করে। ওই ব্যবসায়ী জানান, ২ মাস পূর্বে মেসার্স সূর্য কুমার দত্ত প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমান করে। একই ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অযুক্তিক ভাবে জরিমানা করায় বিষয়টি শেরপুর চেম্বার অব কমার্স কর্তৃপক্ষ সহ ব্যবসায়ীরা ক্ষুদ্ধ হয়ে উঠেন।
এসময় তাৎক্ষণিক ব্যবসায়ী সংগঠনটি মাইকিং করে কর্মসূচী ঘোষণা করে। পরে বৃহস্পতিবার সকাল ১১ টায় শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদের সভাপতিত্বে নয়আনী বাজার মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ীরা বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় চেম্বার নেতৃবৃন্দকে সম্পৃক্ত রেখে যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনার কথা থাকলেই প্রশাসন তার পাশ কাটিয়ে যেভাবে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে তা শুধু হয়রানীই মাত্র। ভ্রাম্যমান আদালত যদি ব্যবসায়ীদের এমন হয়রানী বন্ধ না করেন তাহা হলে আগামীতে কঠোর কর্মসূচী দেয়া হবে। এসময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হায়দার আলী, সাবেক সহ-সভাপতি প্রকাশ দত্ত, পরিচালক মনির উদ্দিন আহম্মেদ, গরীব মুসা, রাজন সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আনিসুর রহমান ধারা, আঙ্গুর হোসেন, মনির হোসেন প্রমুখ।
এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল হক সাংবাদিকদের জানান, জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় ব্যবসায়ীরা যেন অহেতুক হয়রানীর শিকার না হয় সেই দিকে শর্তকতা অবলম্বন করা হবে।