প্রধানমন্ত্রী ও হুইপ আতিককে হুমকি দেয়া যুবক গ্রেফতার
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 23.11.2017 - 09:52 PM
স্টাফ রিপোর্টার॥ শেরপুরে ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংদের হুইপ শেরপুর-১ আসনের সাংসদ আতিউর রহমান আতিককে হত্যা ও কটুক্তির অভিযোগে শেরপুর সরকারী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষাথী সুলতান মিয়া (২২) কে গাজীপুর জেলার জয়দেবপুর থানার কোনাবাড়ী থেকে ২২ নভেম্বর আটক করেছে শেরপুরের ডিবি পুলিশ। ধৃত সুলতান ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও গ্রামের জমির উদ্দিনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
ডিবি পুলিশ সূত্র জানায়, গত জুন মাসে সুলতান ফেসবুকে “আবুল মিয়া (ডন)” নামে ভূয়া আইডি ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হুইপ আতিককে হত্যার হুমকিসহ অশালীন ভাষায় কটুক্তি করে। পরে বিষয়টি পুলিশের নজরে এলে এবিষয়ে ২০/১১/২০১৭ইং তারিখে জেলা গোয়েন্দা শাখায় এক ডায়রী করেন যাহার নং- ২৭৮।
গোয়েন্দা পুলিশের এসআই মিয়া জুবায়ের খালিদ সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তি ব্যবহার করে গাজীপুরের কোণাবাড়ীর ডেলটা এলাকা থেকে সুলতানকে ২২ নভেম্বর রাতে আটক করে শেরপুর নিয়ে আসে। পরে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ডিবি পুলিশ সাংবাদিকদের জানায়।