শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাংচুর অগ্নিসংযোগ
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 03.12.2017 - 07:48 PM
স্টাফ রিপোর্টার ।। শেরপুর জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর কান্দিপাড়া গ্রামের মোঃ আউয়াল (৩৯) ও মোঃ নাজমূল হক ওরফে কাজল (২২) গংদের সাথে একই গ্রামের মোঃ আব্দুল বারেক, আঃ খালেক, আঃ মালেকদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় মোঃ আঃ আউয়াল ও নাজমূল হক সহ অপরাপররা প্রতিপক্ষ আব্দুল বারেকদের বসত বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিযোগ করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে সদর উপজেলার মির্জাপুর কান্দিপাড়া গ্রামের জনৈক আঃ গণির ছেলে মোঃ আঃ আউয়াল, নাজমূল হক, হাজী আলী আকবরের ছেলে মোঃ উসমান উদ্দিন, মোঃ আঃ হান্নান তার ছেলে মোঃ লুৎফর রহমান, মোঃ নূর ইসলাম সহ একই গোষ্ঠির ১৩/১৪ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় আগ্নে শস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবেশী মৃত জমশেদ আলীর ছেলে আঃ বারেক, আঃ খালেক, আঃ মালেকের বশত বাড়ীতে সন্ত্রাসী হামলা চালায়। এসময় ওই সন্ত্রাসীরা ৬/৭ বশত ঘর কুপিয়ে তছনছ করে। এছাড়াও বশত ঘরে থাকা টিভি, ফ্রিজ, সূকেছ সহ মূল্যবান জিনিস পত্র ভাংচুর করে। পরে সন্ত্রাসী দল হামলা ও ভাংচুর শেষে একটি বশত ঘরে অগ্নিসংযোগ করে বীরদপে চলে যায়।
এ ব্যাপারে আঃ বারেক চিহ্নিত সন্ত্রীদের আসামী করে এবং ১ লাখ ৭৫ হাজার টাকার ক্ষতিসাধন উল্লেখ করে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে। এব্যাপারে শেরপুর সদর থানার (ওসি) তদন্ত আব্দুল্লাহ আল মামুন জানান, শেরপুর সদর থানায় মামলা রজু করা হয়েছে।