শেরপুরে করব স্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শুক্র, 08.12.2017 - 06:47 PM
Share icon

স্টাফ রিপোর্টার ।। শেরপুর জেলা শহরের পৌর সভার শেখহাটী মহল্লার নবনির্মিত কবরস্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শেরপুর জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান এবং কর বাহাদুর পরিবারের কর্ণধার আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন।   ৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় নবনির্মিত শেখহাটি কবরস্থানে কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে কবরস্থানের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উম্মোচন করেন আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন। ফলক উম্মোচন শেষে শেখহাটী জামে মসজিদের ইমাম আলহাজ্ব ক্বারী হাফেজ মাওলানা মোঃ ইমর আলী দোয়া পরিচালনা করেন। এসময় প্রধান অতিথি বলেন, শেখহাটী ও ঢাকলহাটী মহল্লা পাশাপাশী আল্লাহর রহমতে আমি আপনাদের সাথে সব সময় আছি এবং ভবিষ্যতেও থাকবো। এছাড়াও নবনির্মিত কবরস্থানের জন্য সহযোগিতা করবো বলে তিনি উপস্থিত মূসূল্লী ও এলাকা বাসীদের আশ্বাস দেন।   এসময় বিশেষ অতিথি ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র এড. আঃ মান্নান, মোঃ রহুল আমীন, মোঃ রহমত উল্লাহ, শেখহাটী জামে মসজিদের, আলহাজ্ব মোস্তাফ আলী প্রমুখ। এসময় অতিথি গণ বলেন, শেখহাটী মহল্লায় কোন ব্যক্তি ইন্তেকাল করলে চাপাতলী পৌর কবরস্থানে এবং পাশ্ববর্তী এলাকায় কবরস্থানে দাফন করতে হয়। শেখহাটী মহল্লায় আজকের নবনির্মিত কবরস্থানটি এলাকা বাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হলো। এছাড়াও এলাকাবাসী প্রধান অতিথি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Share icon