শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শুক্র, 15.12.2017 - 08:51 PM
সময় ডেস্ক।। শেরপুর জেলা শহরের চক বাজার কেন্দ্রিয় শহীদ মিনারে বাংলাদেশ আওয়ামীলীগ শেরপুর সদর উপজেলা শাখার আয়োজনে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আমীর আলী চেয়ারম্যান এর সভাপতিত্বে শহীদ বৃদ্ধিজীবীদের বর্বরোচিত ও নির্মমহত্যা কান্ডকে ঘৃণা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ শেরপুর-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক।
এসময় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পিপি এড. চন্দন কুমার পাল, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হোসেন উৎপল, এড. সূবত্র দে ভানু, বন ও পরিবেশ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বিএমএ সভাপতি ও স্বাচিপ সভাপতি ডাঃ এম.এ বারেক তোতা, শহর আওয়ামীলীগ সভাপতি এড. মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন শেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম চেয়ারম্যান।
এসময় উপস্থিত বক্তরা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধের নয় মাস ধরে পাকিস্তান সেনা বাহিনী ও তাদের এ দেশীয় দোসরেরা এদেশের মানুষের উপর যে গণহত্যা ও নৃশংসতা চালিয়েছে তার নজির ইতিহাসে খুব একটা বেশি নেই। যখন বাংলাদেশের সূর্য সন্তান অকুতোভয় বীরমুক্তিযোদ্ধারা ১৬ ডিসেম্বর বিজয় নিশ্চিতের পথে ঠিক সেই বিজয়ের পূর্ব মুর্হুতে পাকিস্তান সেনা বাহিনী পরাজয় জেনে দেশকে পিছিয়ে দিতেই নীল নকশার মধ্যদিয়ে ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বৃদ্ধিজীবীদের হত্যা করে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যাত্রা শুরু করলেও তখন দেশ হয়ে পড়ে মেধা শূন্য।
তাই সেইসব কুখ্যাত আলবদর, আলসামস রাজাকারদের বিচারের মাধ্যমে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হলে তবেই শহীদ বৃদ্ধিজীবীসহ সকল শহীদদের আত্মর শান্তি পাবে।