শেরপুর শহর এখন গরুর বিচরণক্ষেত্র - শহর বাসির  দুর্ভোগ

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 10.12.2017 - 02:47 PM
Share icon
  সময় ডেস্ক ।। শেরপুর জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলিতে বেশ কিছুদিন গরু বিচরণ বন্ধ থাকার পর আবার শহরের সড়ক গুলিতে নেমে পড়েছে একদল গরু। এসব গরু শহরের সড়ক গুলিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিচরণ করতে দেখা যায়। গরুর দল শহরের ব্যস্ততম সড়কে বিচরণ ও চলাচল করার ফলে যানবাহন ও পথ চারীদের চলাফেরা করা দুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে।   সূত্রে জানা গেছে, পৌরসভার চকপাঠক, চাপাতলীসহ অন্যান্য এলাকা থেকে ছুটে আসা জেলা শহরের সড়কে গরু অবাধে চলাচল ও বিচরণ করায় একদিকে শহরের শোভা নষ্ট পাচ্ছে। অপরদিকে এসব গরুর দল প্রতিনিয়ত সবজীর দোকানে সবজী খেয়ে ফেলছে, আবার হোটেল রেস্তোরায় ঢুকে রুটি মুখে পুরে নিচ্ছে। এছাড়াও বিভিন্ন দোকানে ঢুকে খাদ্য দ্রব্য মুখে পুরে নিতে দেখা যায়। এমনকি কোন কোন ডিপার্টমেন্টাল ষ্টোরেও ঢুকে পড়ছে অবাধে।   এতে করে গরুর অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে যানবাহনের চালক, পথচারী ও দোকানীরা। এসব গরু আটক করে গরুর মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পৌর মেয়র সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।   এব্যাপারে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, ইতি পূর্বে এসব গরুর মালিকদের মাইকিং করে শর্তক করা হয়। এসব গরু যেন শহরে প্রবেশ করতে না পারে তার জন্য ওই সব   গরুর মালিকদের পৌর ভবনে ডেকে এনে বলা হয়। এরপর বেশ কিছুদিন শহরে গরু প্রবেশ বন্ধ ছিল এখন আবার গরুর অবাধ বিচরণ হওয়ায় শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।
Share icon