শেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি – হুইপ আতিক
স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন কমিটির উপদেষ্টা সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি। তিনি ১০ ডিসেম্বর রবিবার দুপুরে শেরপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত সভায় ওই সন্তোষ প্রকাশ করে বলেন, শেখ হাসিনার সরকার মানুষের জান-মালের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর। এজন্য সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলারোধে সর্বোচ্চ সতর্কতা বাড়াতে স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান। অন্যদিকে সার্বিক পরিস্থিতি ভাল হলেও জেলায় নারী নির্যাতন, মাদক ব্যবহার ও যানজট সমস্যা না কমায় কয়েকজন সদস্যের বক্তব্যের প্রেক্ষিতে তিনি ওইসব বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের তৎপরতা বাড়ানোর পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানান। সভায় পুলিশ সুপার রফিকুল হাসান গণি পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেইসাথে কোর্ট ইন্সপেক্টর মোঃ বদিউজ্জামানের মৃত্যুতে সভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়। জেলা প্রশাসক ড, মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার রফিকুল হাসান গণি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হিরু, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহান, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, নকলা উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, শহর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি প্রমুখ। সভায় পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।