জামালপুরে কবি মীর আনিসুল হাসানের কাব্যগন্থের প্রকাশনা অনুষ্ঠান
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 23.12.2017 - 12:26 PM
এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে কবি মীর আনিসুল হাসান রচিত কাব্যগ্রন্থ “পত্রপতনশীল হাওয়া” প্রকাশনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের ষড়ঙ্গ আবৃত্তিপীঠ এই অনুষ্ঠানের আয়োজন করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর পাবলিক হল মিলনায়তনে কাব্যগ্রন্থ প্রকাশনা আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি কবি এ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রাসেল সাবরিন।
মূখ্য আলোচক ছিলেন জামালপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি আলী জহির। অন্যান্যদের বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক মুক্তিসংগ্রাম যাদুঘরের পরিচালক উৎপল কান্তি ধর, বিশিষ্ট কবি আহম্মদ আজিজ, কবি মীর আনিসুল হাসান প্রমুখ। কবির কবিতা থেকে আবৃতি করেন ষড়ঙ্গ আবৃত্তিপীঠ’র বাচিক শিল্পীবৃন্দ। কবি মীর আনিসুল হাসানের জীবনী পাঠ করেন অরূপ কাহলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি সাযযাদ আনসারী।
আলোচকবৃন্দ কবি মীর আনিসুল হাসানের কাব্য গ্রন্থ “পত্রপতনশীল হাওয়া” থেকে বিভিন্ন কবিতার বিষয়ে জ্ঞান গর্ভ আলোচনায় কবির কবিতা সমূহের মূল চেতনার কথা তুলে ধরে বলেন, কবি মীর আনিসুল হাসান তার কবিতায় দেশ, প্রকৃতি, জাপিত জীবনের যন্ত্রনা, মনুষত্বের বিরুদ্ধে মনুষত্ববিরোধীদের সংঘাতে দহন, মানুষ ও মানবতার বিষয়ে গভীরভাবে উপলব্ধি করে সার্থক নান্দনিক নির্মাণে শক্তিমান কাব্য প্রতিভার সাক্ষর রেখেছেন। কবির কবিতায় উঠে এসেছে কালোজয়ী মহামতি মানুষদের প্রতি পরম শ্রদ্ধাবোধ। জীবনানন্দ দাসের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে “সকলেই কবি নয়, কেউ কেউ কবি” মীর আনিসুল হাসান কেউ কেউ কবিদের অন্যতম একজন প্রকৃত কবি।
ষড়ঙ্গ আবৃত্তিপীঠ’র বাচিক শিল্পীদের মনোজ্ঞবৃন্দ একক আবৃতিতে মুগ্ধচিত্ত হয়ে উঠেছিল উপস্থিত শ্রতাদর্শকবৃন্দ। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সুধীসমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরিপুর্ণ ছিল পাবলিক লাইব্রেরী হল মিলনায়তন।