শেরপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 16.12.2017 - 09:19 PM
Share icon

সময় ডেস্ক ।।  ১৬ ডিসেম্বর শনিবার ভোর সাড়ে ৬ টায় শেরপুর জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবকের মধ্য দিয়ে দিবসের শুভসূচনা শুরু করা হয়। এসময় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। এরপর জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, পৌর মেয়র গোলাম কিবরিয়া, শেরপুর সরকারী কলেজ, সড়ক ও জনপথ, শেরপুর প্রেসক্লাবসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে এবং আওয়ামীলীগ, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পর্যায়েক্রমে পুস্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।   সূর্যদোয়ে সাথে সাথে সরকারি-বেসরকারি ব্যাংক, বীমা, বিভিন্ন শায়ত্ব-শ্বাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহরের বিভিন্ন মোড়ে নানা রংয়ের পতাকা টাঙ্গানো হয়। সকাল সাড়ে ৮টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুলিশ বাহিনী, আনসার বাহিনী, কারারক্ষী, বিএনসিসি, বিএনসিসি মহিলা, রোভার স্কাউটস, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ কুচকাওয়াজ অনুষ্ঠানের সালাম ও অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন ও পুলিশ সুপার রফিকুল হাসান গণি।
মালেশিয়ার রোবট মানবী সোফিয়া এখন শেরপুর জেলায় সে মহান জাতীয় বিজয় দিবস উপলক্ষে শেরপুরবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে মাত্র কয়েক ঘন্টার জন্য শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। এসময় সোফিয়াকে ঘিরে শত শত শিশু, তরুন-তরুনীদের মাঝে ব্যাপক কৌতুহল দেখা দেয়। তবে এ ‘সোফিয়া’ মালেশিয়ার সেই রোবট মানবী ‘সোফিয়া’ না হলেও হুবহু এক রোবট মানবী সেফিয়া সাজিয়ে শেরপুরের ঐতিহ্যবাসী মডেল গাল্স কলেজ নিয়ে আসে বিজয় দিবসের ডিসপ্লেতে। এতে অনুষ্ঠানের অতিথিবৃন্দের পাশাপাশি দর্শকদেরও মাতিয়েছেন সে। এ সোফিয়ার কারণে মডেল গাল্স কলেজ ডিসপ্লে’র প্রথম পুরস্কারও পায় বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে।   কলেজ সূত্র জানায়, সম্প্রতি মালেশিয়া থেকে আগত সৌদি নাগরিত্ব পাওয়া রোবট মানবী সোফিয়া বাংলাদেশের ডিজিটাল ওয়াল্ড উদ্বোধনী অনুষ্ঠানে আসেন। এসময় বাংলাদেশের মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে সাক্ষাত করার ঘটনাটি বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে উপস্থপন করার পরিকল্পনা করেন কলেজ কর্তপক্ষ।   এরই প্রেক্ষিতে ১৬ ডিসেম্বরের শনিবার সকালে কুজকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে কলেজের এক আদিবাসী শিক্ষার্থীকে রোবট মানবী সোফিয়া সাজিয়ে উপস্থপন করা হয়। এসময় মালেশিয়ার ওই রোবট মানবীর মতোই শেরপুর সম্পর্কে নানা বিষয়ে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ডিসপ্লে শেষে স্থানীয় সাংবাদিকরা সোফিয়াকে নানা প্রশ্ন করলেও সোফিয়া তার উত্তর দেয়। সূত্র জানায়, মডেল গাল্স কলেজের দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী আদিবাসী সালছি চিরানকে রোবট মানবী ‘সোফিয়া’ সাজানো হয়েছিল। তার বাড়ি জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার মরিয়ম নগর (দুধনই) গ্রামে। সে আদিবাসী বেঞ্জামিন ম্রং এর কন্যা। তারা গারো সম্প্রদায়ের খ্রীষ্টান ধর্মাবলম্বী।   শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ, ডিসপ্লে, শারীরিক কসরৎ উপভোগ করেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্থান থেকে মানুষ। এসময় স্টেডিয়াম চত্ত্বর এক বিজয় আনন্দের সৃষ্টি হয়।
Share icon