শেরপুর পৌর সভার উপ-নির্বাচনে দু’টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 21.12.2017 - 09:57 PM
সময় ডেস্ক।। শেরপুর জেলার ঐতিহ্যবাহী পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শূন্য ওয়ার্ডে আগামী ২৮ ডিসেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপ-নির্বাচনে ঢাকলহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শেখহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় দু’টি ভোট কেন্দ্র রয়েছে। ৩নং ওয়ার্ডে এ উপ-নির্বাচনে একজন কাউন্সিলর পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৫ জন।
এদের মধ্যে শেখহাটী মহল্লা থেকে তিন কাউন্সিলর প্রার্থীরা হলেন, মোঃ রহুল আমীন গাজর প্রতীক, মোঃ রহমত উল্লাহ্ পানির বোতল প্রতীক এবং মোঃ সাইদুর রহমান পাঞ্জাবী প্রতীক।
অপরদিকে ঢাকলহাটী মহল্লার দুই প্রার্থীরা হলেন, মোঃ জাকির হোসেন ব্ল্যাক বোর্ড প্রতীক ও মোঃ সমশের আলী উট পাখি প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
প্রার্থীরা ওই ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা ও ব্যাপক প্রচারণা চালাচ্ছেন এবং কে কাকে ডিঙ্গিয়ে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হবেন।
এদিকে ৫ কাউন্সিলর প্রার্থীর মধ্যে গত ১৭ ডিসেম্বর গাজর প্রতীকের কাউন্সিলর প্রার্থী রিটানিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঢাকলহাটী ও শেখহাটী ভোট কেন্দ্রে দু’টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে অর্ন্তভূক্ত করার জন্য। গাজর প্রতীক প্রার্থী মোঃ রহুল আমীন ওই অভিযোগ পত্রে উল্লেখ করেছেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর উপ-নির্বাচন কেন্দ্র দু’টিতে অবৈধ প্রভাব বিস্তার এবং কতিপয় কুচক্রী ভোট ডাকাতীর ষড়যন্ত্র করার নীল নকশার ছক আকছেন বলে এমনটাই আশংকা করেছেন তিনি।
এজন্য অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় প্রদক্ষেপ সহ কঠোর ব্যবস্থা গ্রহণের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ উপ-নির্বাচনে ঢাকলহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শেখহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় দু’টি ভোট কেন্দ্র রয়েছে। ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে একজন কাউন্সিলর পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৫ জন। এদের মধ্যে শেখহাটী মহল্লা থেকে তিনজন কাউন্সিলর প্রার্থীরা হলেন, মোঃ রহুল আমীন গাজর প্রতীক, মোঃ রহমত উল্লাহ্ পানির বোতল প্রতীক এবং মোঃ সাইদুর রহমান পাঞ্জাবী প্রতীক।
অপরদিকে ঢাকলহাটী মহল্লার দুই প্রার্থীরা হলেন, মোঃ জাকির হোসেন ব্ল্যাক বোর্ড প্রতীক ও মোঃ সমশের আলী উট পাখি প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীরা ওই ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় ভোটদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা ও ব্যাপক প্রচারণা চালাচ্ছেন এবং কে কাকে ডিঙ্গিয়ে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হবেন।
এদিকে ৫ কাউন্সিলর প্রার্থীর মধ্যে গত ১৭ ডিসেম্বর গাজর প্রতীকের কাউন্সিলর প্রার্থী রিটানিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঢাকলহাটী ও শেখহাটী ভোট কেন্দ্রে দু’টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে অর্ন্তভূক্ত করার জন্য।
গাজর প্রতীক প্রার্থী মোঃ রহুল আমীন ওই অভিযোগ পত্রে উল্লেখ করেছেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর উপ-নির্বাচন কেন্দ্র দু’টিতে অবৈধ প্রভাব বিস্তার এবং কতিপয় কুচক্রী ভোট ডাকাতীর ষড়যন্ত্র করার নীল নকশার ছক আকছেন বলে এমনটাই আশংকা করেছেন তিনি।
এজন্য অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় প্রদক্ষেপ সহ কঠোর ব্যবস্থা গ্রহণের হস্তক্ষেপ কামনা করেছেন।