জামালপুরে মুক্তিযুদ্ধবিষয়ক নাটক একাত্তরের হাহাকার মঞ্চস্থ
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শুক্র, 29.12.2017 - 03:17 PM
এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক ও শিক্ষামূলক নাটক “একাত্তরের হাহাকার” মঞ্চস্থ হয়েছে। বৃহস্পতিবার রাতে ছনকান্দা ছয়রাস্তা মোড় এলাকায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক সংঘ এ নাটকটির আয়োজন করে।
মো. শাকিল আহমেদের রচনা ও পরিচালনায় এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক সংঘ এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং শহর যুবলীগের সদস্য জাকিরুল ইসলাম জনির সার্বিক সহযোগিতায় নাটকটি মঞ্চস্থ হয়।
মঞ্চ নাটক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি। নাটকির অভিনয় দেখে অনুষ্ঠানের প্রধান অতিথি মারুফা আক্তার পপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সবাই সেদিন যুদ্ধ করেছিল। আমরা অনেকেই তা দেখিনি। তবে আজকে যারা নতুন প্রজন্ম তাদেরকে এরকম নাটক’র মাধ্যমেই জানাতে হবে। তিনি সকলকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে একসাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আজিজুল ইসলাম রাজ, ছাত্রলীগ নেতা জামিউল হাসান, চঞ্চল আহমেদ, শাহরিয়ার শান্ত ও রবিউল ইসলাম।
নাটকটিতে বিভিন্ন অভিনয়ে চরিত্রে মুক্তিযুদ্ধ কমান্ড শুভ, রাজাকার সাদ্দাম, চেয়ারম্যান রাজাকার শাকিল আহমেদ, পাকিস্তানি মেজর রানা মিয়া, সিপাহী বাবু, সিপাহী পাকিস্তানী রুকু, কৃষক ইউসুফ, সোলাইমান, মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ, সোয়াদ ও মেহেদী।