শেরপুরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এডিশনাল আইজিপি

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 01.01.2018 - 02:02 PM
Share icon
     
সময় ডেস্ক ।। বাংলাদেশ পুলিশ, শেরপুর জেলা কর্তৃক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ১ জানুয়ারি সোমবার দুপুর ২টায় শেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।   বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত শেরপুরের পুলিশ সুপার মোঃ রফিকুল হাসান গণি’র সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজিপি (এডমিন এন্ড অপস্) মোঃ মোখলেসুর রহমান বিপিএম (বার)।
এসময় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুনাক সভাপতি মিসেস প্রণীতা সরকার। পরে মশাল প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে পুলিশ লাইন্স মাঠে আনুষ্ঠানিক ভাবে ৮টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এসময় উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় পুলিশ সদস্য, নারী পুলিশ সদস্য, পুলিশ অফিসার, পুলিশ বিভাগের সিভিল কর্মচারীসহ অতিথিদের স্ত্রীগণ অংশ গ্রহণ করেন।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর রুমান, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার মোঃ আবু সালেহ নূরুল ইসলাম হীরু, জে এন্ড এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দেশ বার্তা বিডি ডট কম’র সম্পাদক ও প্রকাশক মোঃ সাদুজ্জামান সাদী, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ মাসুদ, শেরপুর জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মোঃ নাজিমুল হক নাজিম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নাছরিন রহমান প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি এডিশনাল আইজিপি মোঃ মোখলেসুর রহমান বিপিএম (বার) বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও তার স্ত্রী পুনাক সভাপতি মিসেস প্রণীতা সরকার, পুলিশ সুপার মোঃ রফিকুল হাসান গণি ও তার স্ত্রী শাহিদা রুমি, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর রুমান, উপজেলা চেয়ারম্যান মোঃ ছানুয়ার হোসেন ছানু। এছাড়াও পুলিশ কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার খালিদ বিন নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, এএসপি মিথুন।
Share icon