শেরপুরে বিভাগীয় টেনিস টুর্নামেন্ট উদ্বোধন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 02.01.2018 - 09:49 PM
Share icon
সময় ডেস্ক ।। শেরপুর জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠ সংলগ্ন শেরপুর টেনিস ক্লাবের আয়োজনে “অ্যাডভোটেক আমিনুল ইসলাম স্মৃতি বিভাগীয় টেনিস টুর্নামেন্ট-২০১৭” ২ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৫টায় পায়রা উড়িয়ে উদ্বোধন করেন, শেরপুর টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, শেরপুরের পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মোঃ রফিকুল হাসান গণি।   এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুর টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, জামালপুর টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মোঃ রেজাউল করিম, ময়মনসিংহ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক ও নেত্রকোনা টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক বাচ্চু। বিভাগীয় টেনিস টুর্নামেন্টে উক্ত চার জেলার মধ্যে ৩টি করে দল ম্যাচে অংশ গ্রহণ করে ১২টি দল খেলায় অংশ গ্রহণ করবে। ৩৫, ৪৫ ও ৫৫ বছর বয়সের খেলোয়াড় গণ উদ্বোধনী অনুষ্ঠানে টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সাথে এবং অন্যান্য জেলা থেকে আসা অতিথিগণের সাথে পরিচয় পর্ব শেষে শেরপুর টেনিস ক্লাব কর্তৃক পরিচালিত নৈশ্য কোচের উদ্বোধন করা হয়।   পরে টেনিস ক্লাবের সাবেক সদস্য ও খেলোয়াড়দের এক সংবর্ধনা ও ক্রেস্ট হাতে তুলে দেয়া হয়। এতে মোঃ সোলায়মান ছলু, সুব্রত মালাকার, আমজাদ হোসেন ফনিক্স ও টেনিস ক্লাবের আজীবন সদস্য তরুণ শিল্পপতি জে এন্ড এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দেশ বার্তা বিডি ডট কম’র সম্পাদক ও প্রকাশক মোঃ সাদুজ্জামান সাদী’র হাতে সম্মাননা তুলে দেন। এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাজিমূল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, টেনিস ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ, সদস্য দেবাশীষ সাহা, দিলীপ পোদ্দার, এড, সুব্রত দে ভানু, আনোয়ারুল হাসান উৎপল, সাংবাদিক হাকিম বাবুল, আব্দুর রহিম বাদল প্রমুখ।   দেশ বার্তা বিডি ডট কম মিডিয়া পার্টনারে উদ্বোধনী টেনিস টুর্নামেন্টের প্রথম দিন ময়মনসিংহ ও নেত্রকোনা টেনিস ক্লাবের খেলোয়াড়গণ অংশ গ্রহণ করেন। এদের মধ্যে ময়মনসিংহ টেনিস ক্লাবের রাকিবুল হাসান (৩৫) ও সাইফ খান (৩৫), বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল কাজী অনিরুদ্ধ (৪৫) ও আনসার ডেপুটি ডাইরেক্টর মোঃ জিয়াউল হাসান (৪৫)। অপরদিকে নেত্রকোনা টেনিস ক্লাবের খেলোয়াড় গণ হলেন, শাহ রফিকুর রহমান এ্যাপলো (৩৫) ও সৈয়দ বজলুল রশীদ (৩৫), তাজউদ্দিন ফারাস সেন্টু (৪৫) ও খানে আলম খান (৪৫)।   উক্ত বিভাগীয় টেনিস টুর্নামেন্টে ১২ দলে খেলোয়াড়গণ অংশগ্রহণ করে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে শেরপুর টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু এ প্রতিবেদক কে জানিয়েছেন।
Share icon