সারা দেশের ন্যায় শেরপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 02.01.2018 - 09:58 PM
Share icon
সময় ডেস্ক ।। সারা দেশের ন্যায় শেরপুর জেলা সদরে ২ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় সমাজ সেবা দিবস ‘নারী পুরুষ নির্বিশেষ, সমাজসেবায় গড়বো দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালী উদ্বোধন করেন।   শেরপুর জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ.আর এম ওয়াহিদুজ্জামান।   জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হুইপ মোঃ আতিউর রহমান আতিক। বিশেষ অতিথি ছিলেন, শেরপুর পৌর সভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার খালিদ বিন নূর, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সালেহ মোঃ নূরুল ইসলাম হীরু।   অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নাছরিন রহমান, জেলা আওয়ামীলীগ মহিলা বিষয়ক সম্পাদক কহিনুর বেগম বিদ্যুৎ, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুস সালাম সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রিন্ট এবং ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।   এসময় প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক বলেন, জাতীয় সমাজ সেবা দিবস আন্তর্জাতিক দিবস না হলেও এর তাৎপর্য সার্বজনীন ও বিশ্বময়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির কথা চিন্তা করে সমাজ সেবাকে দেশের উন্নয়নে কাজ করার গুরুত্ব দিয়েছিল। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সমাজসেবাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই প্রধান মন্ত্রীর ভূমিকায় আজকে দেশে তা বাস্তবায়ন হচ্ছে, শেখ হাসিনার মমতা, বয়স্কদের নিয়মিত ভাতা, বিধবা ভাতায় প্রচলন শেখ হাসিনারই উদ্ভাবন, প্রতিবন্ধীদের ভাতা প্রদান শেখ হাসিনারই অবদান।   সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক দেশের অবহেলিত জন গোষ্ঠী আজ সূফল পাচ্ছে। সেই সাথে দেশ এগিয়ে যাচ্ছে এবং প্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধীরাও আর অবহেলিত নয় তারাও সমাজে অন্যান্য মানুষের মত সামাজিক মর্যাদা পাচ্ছে। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Share icon