জামালপুরে বেকারি শিল্পের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 10.01.2018 - 08:58 PM
এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে বেকার জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে বেকারি শিল্পের উপর মাসব্যাপী ১ম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র সভাপতি সৈয়দ মাহবুবুল গনি এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন।
১০ জানুয়ারী বুধবার দুপুরে জামালপুর বিসিক শিল্পনগরী মনটেজ ট্রেনিং এন্ড সার্টিফিকেশন অফিস মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধণী উপলক্ষে উক্ত প্রতিষ্ঠান এক আলোচনা সভার আয়োজন করে। মনটেজ ট্রেনিং এন্ড সার্টিফিকেশন বাংলাদেশ’র জেনারেল ম্যানেজার মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সম্বনয়কারী মিজানুর রহমান এর সঞ্চালনায়, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র পরিচালক মোঃ জহুরুল ইসলাম, বিসিক শিল্প নগরী মালিক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান মিলন, জেলা সামর্থ্য প্রকল্পের ব্যবস্থাপক তৌহিদুর রহমান সুমন, মাদারগঞ্জ উপজেলার এসএমসিই ক্লাস্টার নেটওয়ার্ক সভাপতি আলহাজ¦ আব্দুল আলীম সবুজ উদ্বোধণী আলোচনা সভায় বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন জামালপুর সামর্থ্য প্রকল্পের সিওএফ রেজায়ান আলী, মনটেজ ট্রেনিং এন্ড সার্টিফিকেশন প্রজেক্ট অফিসার আব্দুর রশিদ, জব প্লেসমেন্ট ম্যানেজার সোহেল আফজাল। জেলায় বেকার জনগোষ্ঠীর কারিগরী দক্ষতা উন্নয়ন ও শোভন কাজে নিয়োগের লক্ষ্যে বেকারি শিল্পের উপর ৩০ দিন মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় সদর উপজেলার ২৫ জন নারী-পুরুষ ও প্রতিবন্ধিদের প্রশিক্ষণ দেয়া হবে। পর্যায়ক্রমে জেলার ৫টি উপজেলায় এই কর্মসূচী পরিচালিত হবে।
২০২০ সালের মধ্যে দেশের ৭টি জেলায় ২৫ হাজার কর্মদক্ষ শ্রমিক গড়ে তুলতে এই প্রতিষ্ঠান কাজ করে যাবে বলে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ বক্তব্যে উল্লেখ করেন। এছাড়াও এই প্রতিষ্ঠানের উদ্দ্যোগে দেশ ও দেশের বাহিরে কর্মদক্ষ জন শক্তি প্রেরণের মধ্যদিয়ে হাজারো মানুষ আর্থিক ভাবে সফল হয়েছেন। বিভিন্ন কারিগরী শিক্ষার মধ্যদিয়ে আগামীদিনে দক্ষকর্মী তৈরিতে ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।