উন্নয়ন মেলা ২০১৮ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 10.01.2018 - 09:06 PM
Share icon
  সময় ডেস্ক।। সারাদেশের ন্যায় শেরপুর জেলায় ডিসি উদ্যান (কালেক্টরেট চত্ত্বরে) ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি শনিবার তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা ২০১৮ উপলক্ষে ১০ জানুয়ারি বুধবার বিকেল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে এক প্রেস ব্রিফিং জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।   “উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় মাননীয় প্রধান মন্ত্রী’র ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করবেন।   তিনদিন ব্যাপী এ উন্নয়ন মেলায় সরকারি-বেসরকারি ও জেলার উদ্যোক্তা সহ ৭০টি ষ্টল স্থান পাবে। মেলায় ডিজিটাল বাংলাদেশ ও প্রাসঙ্গিক ভাবনা এবং বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও শেরপুরে বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী ব্যক্তিদের জীবন গাথা, কবিতা পাঠের আসর সহ মেলার শেষ দিনে সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ‘আমরা কবর জয়’ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উন্নয়ন মেলার সমাপ্তি করা হবে।   এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক ও উপ সচিব এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা কালেক্টরেট এর নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক গণ প্রমুখ।
Share icon