দুপুর ১২ টায় ডিসি উদ্যান ‘জেলা কালেক্টরেট চত্বরে আয়োজিত মেলার গেইটে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন, জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
উদ্বোধন শেষে শেরপুর জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের নেতৃত্বে মেলা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে হুইপ আতিকসহ অন্যান্য অতিথিগণ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এর আগে মেলার মঞ্চে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন জেলায় সংযুক্ত হওয়ার ভিডিও কনফারেন্স প্রদর্শন করা হয়।
মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ৯২টি স্টল অংশ গ্রহণ করেন। মেলাতে জনগনের উপস্থিতি বাড়াতে ডিজিটাল বাংলাদেশ ও প্রাসঙ্গিক ভাবনা, প্রতিদিন কবিতা পাঠের আসর, নাটিকাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা ক্ষেত্রে দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী ব্যক্তিদের জীবনগাথাঁসহ আর্কষনীয় ইভেন্ট রাখা হয়েছে। যাতে শেরপুরের মানুষ এসব আনন্দ বিনোদনের পাশাপাশি জেলার উন্নয়ন সম্পর্কে জানতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক উপ সচিব এটিএম জিয়াউল ইসলাম, পৌর সভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার খালিদ বিন নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মোতাসিম, জেলা কালেক্টরেট এর নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পিপি এড. চন্দন কুমার পাল, জে এন্ড এস গ্রুপের চেয়ারম্যান (কর বাহাদুর পরিবার) আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী সামছুন নাহার কামাল, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম প্রমুখ।