জামালপুরে উন্নয়ন মেলা শুরু
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 11.01.2018 - 06:55 PM
এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি ॥ ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’ এই আওয়াজ তুলে সারাদেশের মতো জামালপুরেও শুরু হয়েছে উন্নয়ন মেলা। ভিডিও সম্মেলনের মাধ্যমে সারা বাংলাদেশে একযোগে উন্নয়ন মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জামালপুরে সকাল সাড়ে ১০টায় বেলুন উড়িয়ে উন্নয়ন মেলার শুভ ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভুমি সচিব আব্দুল জলিল। তিনি মেলায় স্থাপিত প্রতিটি স্টল পরিদর্শন করেন। পরে মেলা মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ কবীর।
সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তরিকুল ফৈরদৌস।
মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মোট ১২০টি স্টল স্থান পেয়েছে। এইবারই প্রথম দুর্নীতিবিরোধী জাগরণ সৃষ্টির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) স্টল স্থাপন করেছে।
আগামী ১৩ জানুয়ারি উন্নয়ন মেলা সমাপ্ত হবে বলে জেলা প্রশাসন সূত্র জানায়। সমাপনী দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। প্রতিদিন মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ উন্নয়ন সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর সারাদেশে একযোগে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়।