শেরপুরে ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার - ১৯
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 25.01.2018 - 05:13 PM
শেরপুর প্রতিনিধি।। শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামে ও কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক দু’টি জুয়ার আসরে অভিযানে চালিয়ে ১৯ জুয়ারীকে গ্রেফতার করেছে। পরে ধৃত জুয়ারীদের পুলিশ আদালতে সোপর্দ করেছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই ফজলে এলাহী এসআই লাল মামুদ সঙ্গীয় ফোর্সসহ ২৩ জানুয়ারি রাতে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের একটি জমজমাট জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৭ জুয়ারীকে গ্রেফতার করে।
ধৃত জুয়ারীরা হলো ডাকপাড়া গ্রামের বনেজ আলীর ছেলে মিনহাজ আলী (৪০), ছহব আলীর ছেলে সোহেল (৩৫), মোজাফর মন্ডলের ছেলে আঃ হাকিম (৫০), আজা মন্ডলের ছেলে মজিবর (৪০), মহন মন্ডলের ছেলে সোহেল (৩৫), ইজ্জত আলীর ছেলে দুলাল (৩০), মোন্তাজ আলীর ছেলে নূরু মিয়া (৩০), জহুর আলীর ছেলে মোকছেদ আলী (৩০), হাফেজ মন্ডলের ছেলে জোসান (৩২), হেলাল মন্ডলের ছেলে আজমত (২৫), আবু হোসেনের ছেলে এরশাদ আলী (৪০), আজতুল্লার ছেলে মজনু মিয়া (৩৫), রজব আলীর ছেলে রতন (৫০), ছামউদ্দিনের ছেলে ফজল হক (৪৫), নওশেদ আলীর ছেলে বিল্লাল (৩৩), রশিদ আলীর ছেলে আঃ মালেক (৪০), ছিবার আলীর ছেলে লস্কর আলী (৪০)। অপরদিকে ২৪ জানুয়ারি বুধবার বিকেলে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে একটি জুয়ার আসরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুই জুয়ারীকে গ্রেফতার করে। এসময় ওই আসর থেকে বাকী জুয়ারীরা পালিয়ে যায়। ধৃত জুয়ারীরা হলো, দক্ষিণ তারাকান্দি গ্রামের বাসিন্দা সওদাগর আলীর ছেলে আঃ হালিম (২৫) ও আফর আলীর ছেলে হাবিব (১৮)।
পরে ধৃত জুয়ারীদের ডিবি পুলিশ আদালতে সোপর্দ করেছে।