জামালপুরে ৩শ গ্রাম হেরোইনসহ আটক-১
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শুক্র, 26.01.2018 - 05:05 PM
এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে ১টি হত্যা মামলা ও ২৫টি মাদক মামলার পলাতক আসামী কুখ্যাত মাদক সম্রাট রাজু মিয়া (৩০) কে ৩শ গ্রাম হেরোইনসহ হাতে নাতে গ্রেফতার করেছে জামালপুর সদর থানা পুলিশ। আজ শুক্রবার সকাল ১১.৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাসিমুল ইসলাম জানান, জামালপুরের পুলিশ সুপার মুহাম্মদ দেলোয়ার হোসেন পিপিএমবার এর নির্দেশে সদর থানা অফিসার ইনচার্জের সার্বিক সহযোগীতায় গুপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত মাদক সম্রাট রাজু মিয়া (৩০) কে সদর থানার এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম-০৩ ও সঙ্গিয় ফোর্স গত ২৫ তারিখ রাত ৯.৩০ মিনিটে পৌরসভাস্থ জামালপুর-শেরপুর বাইপাস মোড় সংলগ্ন রাণী কমিউিনিটি সেন্টারে সমূখের পাকা রাস্তার উপর থেকে ৩শ গ্রাম হেরোইনসহ হাতে নাতে গ্রেফতার করেন।
তিনি আরো বলেন, জামালপুরে কুখ্যাত মাদক স¤্রাট রাজু মিয়া জেলা ব্যাপী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংশ করে আসছে। তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় ১টি হত্যা মামলার ওয়ারেন্ট ও ২৫টি মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে। কুখ্যাত মাদক সম্রাট রাজু মিয়া জামালপুর পৌর এলাকার কাচারি পাড়ার বাসিন্দা মোরাদ হাসানের পুত্র। তার কাছ থেকে জব্দকৃত ১টি ঘেবাডিন কাপড়ের ব্যাগে ৬ পুটলায় ৩শ গ্রাম হেরোইন ছিল। যার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা। তার বিরুদ্ধে ১৯ (১) এর ১ (ক)/১ (খ) এবং ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৯ (১) এর ৯ (ক)/৯(খ)/২৫ ধারায় মোট ২৬টি গ্রেফতারি পরোয়ানা জামালপুর থানায় মূলতবি ছিল।
অফিসার ইনচার্জ আরো জানান, জামালপুরের পুলিশ সুপার মুহাম্মদ দেলোয়ার হোসেন পিপিএমবার জামালপুরে যোগদানের পর থেকে আমাদেরকে কঠুর ভাবে নির্দেশ ও সকল অপরাধ নির্মূলে মনিটরিং করে আসচ্ছেন এবং তিনি জামালপুর জেলাকে মাদক, জুয়া, সন্ত্রাস, ও জঙ্গিবাদ মুক্ত করার অঙ্গিকার নিয়েছেন। পাশাপাশি জামালপুরকে সকল অপরাধ নিমূলে মাদক, জুয়া, সন্ত্রাস, ও জঙ্গিবাদ ইস্যুকে চেলেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা সার্বক্ষনিক ভাবে জামালপুর জেলা পুলিশের নেতৃত্বে জেলা ব্যাপী মাদক, জুয়া, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ সকল অপরাধীদের গ্রেফতারে তৎপর ভাবে কাজ করে যাচ্ছি। এর ধারাবাহিকতা আগামীদিনেও অব্যাহত থাকবে। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর থানার ইন্সপেক্টর অপারেশন ও কমিউটি পুলিশিং জামালপুর মুহাম্মদ তরিকুল ইসলাম, ইন্সপেক্টর ডিবি মোহাম্মদ জিয়াউল ইসলামসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।