শেরপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 29.01.2018 - 05:28 PM
শেরপুর প্রতিনিধি ।। শেরপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা সরকারি কোষাগার হতে প্রদানের দাবিতে ৭২ ঘন্টার কর্মবিরতি অব্যাহত রয়েছে। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে জেলার শেরপুর, নালিতাবাড়ী, নকলা ও শ্রীবরদী পৌরসভার প্রায় দুই শ কর্মকর্তা-কর্মচারী গতকাল ২৯ জানুয়ারি সোমবারও কর্মবিরতি পালন করেন। কর্মবিরতির ফলে পৌরসভার সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পৌর পানি সরবরাহ কার্যক্রম চালু রয়েছে।
কর্মবিরতির দ্বিতীয় দিনে গতকাল সোমবার সকালে জেলার চারটি পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী শেরপুর পৌর ভবনে এসে অবস্থান নেন। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন, শেরপুর জেলা শাখার সভাপতি আবু লায়েছ মো. বজলুল করিম, সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিন, শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, নালিতাবাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী এ বি এম শরীফুল আলম, নকলা পৌরসভার সচিব মো. মনিরুল হাসান, শেরপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের ও হিসাবরক্ষক এইচ এম শেলিম আলম প্রমুখ।
সমাবেশে সংগঠনের শেরপুর জেলা শাখার সভাপতি আবু লায়েছ মো. বজলুল করিম অনতিবিলম্বে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি সরকারি কোষাগার থেকে প্রদানের দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানান।