জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত ॥ তানভীর সভাপতি জনি সাধারণ সম্পাদক
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 31.01.2018 - 01:00 PM
এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জামালপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সরকারী আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ¦ মির্জা আজম এমপি।
সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী ৮ ফেব্রুয়ারী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রায়ে নিশ্চিত জেল হবে বুজতে পেরে বিএনপির নেতারা হুঙ্কার ছেড়ে বলেন আগামী ৮ ফেব্রুয়ারী থেকে দেশ অচল করে দিবে। বাংলাদেশকে স্তব্ধ করে দিবে। তিনি আরো বলেন, আবার যদি জ্বালাও পোড়াও করেন তাহলে বাংলাদেশের মানুষ তা কখনই মেনে নিবে না। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আগামী ৮ তারিখে খালেদা জিয়ার মামলার রায় ঘোষনার পর বিএনপি-জামায়াতের বিশৃঙ্খলা এড়াতে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ¦ অ্যাড. মোল্লা মোঃ আবু কাওছার।
জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কৃষিবিদ মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফরিদ আজাদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য রেজাউল করিম হীরা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, ছানোয়ার হোসেন ছানু, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহাম্মেদ, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবনসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
১ম অধিবেশন শেষে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সৈয়দ তানভীর আহাম্মেদকে সভাপতি ও নাজমুল আহসান জনিকে সাধারণ সম্পাদক করে জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়।