শেরপুরে এসএসসি পরীক্ষা শুরু

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 01.02.2018 - 08:56 PM
Share icon
  শেরপুর প্রতিনিধি।। সারাদেশের ন্যায় শেরপুরে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়।   শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী কেন্দ্র নং ১ ও শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র নং ২ এর অধীনে ওই দুটি কেন্দ্রের এসএসসি পরীক্ষার জন্য বিভিন্ন স্কুলের ৯টি ভেন্যুতে পরীক্ষার্থীরা অংশ গ্রহণ করে পরীক্ষা দিচ্ছে।   বৃহস্পতিবার সকালে শেরপুর জেলা শহরের আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ভেন্যুতে ১৩নং হলে পরীক্ষার্থীদের মধ্যে এমন একজন প্রতিবন্ধী মেয়ে সুরাইয়া জাহান (১৬) পরীক্ষায় অংশ গ্রহণ করে তার ডান পা দিয়ে প্রশ্নপত্র’র উত্তর খাতায় লেখছিল।   এসময় শেরপুর সদর উপজেলায় নির্বাহী অফিসার মোঃ হাবিবুর রহমান সেই পরীক্ষার হলে পরিদর্শন কালে সুরাইয়া জাহানের দিকে দৃষ্টি পড়ে। সুরাইয়া জাহান ডান পা দিয়ে লিখতে যেন কষ্ট না হয় এজন্য বিশেষ ব্যবস্থা এবং সার্বিক খোঁজ খবর রাখতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন কে নির্দেশ দেন।
Share icon