শেরপুরে নিরাপদ খাদ্য দিবসে আলোচনা সভা
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 03.02.2018 - 07:00 AM
নিজস্ব সংবাদদাতা॥ ‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো শেরপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব এটিএম জিয়াউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জন কেনেডি জাম্বিল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিঞা ও সহকারী পুলিশ সুপার রেজওয়ান দীপু।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক আরিফুল ইসলাম। নিরাপদ খাদ্য বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান শাওন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নিজামুল হক, জেলা মিষ্টি ব্যবসায়ী সমিতির সভাপতি ভোলানাথ বাবু, সাংবাদিক তালাপতুফ হোসেন মঞ্জু প্রমুখ।
ওইসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।