শেরপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 03.02.2018 - 07:10 AM
নিজস্ব সংবাদদাতা ॥ শেরপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনের বিরুদ্ধে সামাজিকগণ মাধ্যম ফেসবুক ও কিছু অনলাইন সংবাদমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে শেরপুর জেলা আওয়ামীলীগ। আজ দুপরে শহরের নিউমার্কেটস্থ হোটেল আলিশানের অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক ।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২৮ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি শোয়েব হাসান শাকিলকে সভাপতি ও মতিউর রহমান মতিনকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটির অনুমোদন দেয়। এই কমিটি অনুমোদন দেয়ার পর পরই বিএনপি জামাতের সাথে আতাতকারী একটি কুচক্রীমহল বর্তমান সরকার , আওয়ামীলীগ তথা শেরপুরকে অস্থিতিশীল করতে হরতাল আহবান করে ।
যদিও জনগনের মনোভাব ও প্রশাসনিক দৃঢ়তার জন্য শেষ পর্যন্ত হরতাল প্রত্যাহার করে নেয় ওই মহলটি। হরতাল থেকে সরে এসে এই মহলটি নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনের বিরুদ্ধে সামাজিকগণ মাধ্যম ফেসবুক ও কিছু অনলাইন সংবাদমাধ্যমে জামাত শিবিরের সাথে জড়িত থাকা সহ বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু করে দেয়।
অথচ মতিন ও তার পরিবার আওয়ামী রাজনীতির সাথে সরাসরি জড়িত। তার বাবা শহর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও তার বড়ভাই মোতালেব শহর ছাত্রলীগের ১নং ওয়ার্ডের সাবেক সভাপতি। মতিন সহ তার পরিবারের সকল সদস্য বিগত সবকটি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনিত প্রার্থীর পক্ষে নিরলসভাবে কাজ করেছে।
তিনি আরো বলেন, ফেসবুকে মতিনের নামে ফেক আইডি করে বঙ্গবন্ধুকণ্যা, জননেত্রী শেখ হাসিনার নামে কটাক্ষ করে পোস্ট দিয়ে তার দায়িত্ব মতিনের উপর চাপানোর চেষ্ঠা করা হচ্ছে। যা মতিন কখনোই করতে পারেনা বরং ছাত্রলীগ তথা আওয়ামীলীগকে ফোকাস করেই তার কার্যক্রম অব্যাহত আছে। আমরা জেলা আওয়ামীলীগ এ কুচক্রীমহলের এ রকম ঘৃন্য কার্যক্রমের তীব্র নিন্দা জানায় এবং সেই সাথে কেন্দ্রীয় ছাত্রলীগকে শাকিলকে সভাপতি ও মতিনকে সাধারণ সম্পাদক করে যে কমিটির অনুমোদন দেয়া হয়েছে তার উপর থেকে সাংগঠনিক কার্যক্রম বন্ধের স্থতিতাদেশ দ্রুততম সময়ে প্রত্যাহার করার দাবী জানাচ্ছি।
এসময় তার সাথে সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।