নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার - এ শ্লোগানে শেরপুরে পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 04.02.2018 - 10:02 PM
সময় ডেস্ক।। ‘পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’ এ শ্লোগানে শেরপুরে পাসপোর্ট সেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি রবিবার সকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গণ থেকে র্যালি উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ জেড মোরশেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, অতিরিক্ত জেলা প্রশাসক জন কেনেডি জাম্বিল, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় এনডিসি মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনুর রশিদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবেজ আহমেদ, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ।