শেরপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 05.02.2018 - 09:19 PM
সময় ডেস্ক।। শেরপুরে নাশকতামূলক কর্মকা-ের পরিকল্পনার অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ৫ ফেব্রুয়ারি সোমবার বিকেলে শেরপুর শহরের শেরীপাড়া এলাকার বাসা থেকে সদর থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আগামি ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে হযরত আলী তাঁর শেরীপাড়ার বাসায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে নাশকতামূলক কর্মকা-ের পরিকল্পনা করছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় সদর থানা ও ডিবি পুলিশ যৌথভাবে তাঁর বাসায় অভিযান চালায়। এ সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা সুকৌশলে পালিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিএনপি নেতা হযরত আলীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, হযরতের বিরুদ্ধে সদর থানায় দায়ের করা পূর্বের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল (আজ) মঙ্গলবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে। বর্তমানে তাঁকে সদর থানা হেফাজতে রাখা হয়েছে।