শেরপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 14.02.2018 - 11:38 AM
Share icon
  সময় ডেস্ক।। নালিতাবাড়ী উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে এক আশরাফ আলী (৩২) নামে এক ব্যাক্তির মৃত্যুদন্ড- দিয়েছে আদালত। ১৪ ফেব্রুয়ারি বুধবার বিকেলে আসামীর উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা দায়রা জজ মো. মোসলেহ উদ্দিন এ রায় দেন। দন্ড-প্রাপ্ত ব্যাক্তি নালিতাবাড়ী উপজেলার মোয়াকুড়া গ্রামের কুব্বাদ আলীর ছেলে। অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, ২০১১ সালের ৭ মে রাতে স্বামীর বাড়ীর বসতঘরে দেড় বছরের ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন ওই গৃহবধূ। স্বামীর অনুপস্থিতিতে রাতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী আশরাফ। কিন্তু ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতের ফলে গৃহবধূর মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর আগে সে আশরাফের আলীর নাম বলে যায়। আশরাফকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করে। পরে সে বিচারিক হাকিমের নিকট ধর্ষণে ব্যর্থ হয়ে খুনের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আশরাফ। এ ঘটনায় নিহতের বাবা কাশেম আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করে। পরে মামলাটি ডিবিতে স্থানান্তর হয়। ডিবি’র এসআই মোস্তাফিজুর রহমান ২০১১ সালের ১৩ আগস্ট আদালতে চার্জশীট দাখিল করেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আশরাফ কে আদালত মৃত্যুদ- ও ১০ হাজার টাকা অর্থদ- ঘোষণা করে।
Share icon