জামালপুরে চোরাই রাবারসহ ট্রাক আটক

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 10.03.2018 - 01:56 PM
Share icon
    জামালপুর প্রতিনিধি ॥ মধুপুরে চাঁদপুর রাবার স্ট্যাট থেকে চোরাই পথে কাঁচা রাবার পাচারের সময় ১০ই মার্চ ভোরে  জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের দড়িপাড়া নামক স্থানে ট্রাক আটক করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।   স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কর্মীরা ভোর বেলা চাঁদপুর রাবার স্ট্যাট থেকে ছেড়ে আসা- যশোর ট- ১১-২৫০০ নং- ট্রাকটি আটক করে। এ সময় ট্রাক চালক পালিয়ে যায়। ট্রাকে প্রায় ৮ মেট্রিক টন কাঁচা রাবার ছিল। সংবাদ পেয়ে জামালপুর সদর থানার পুলিশ ট্রাকটি পুলিশের হেফাজতে নেয়।   এ বিষয়ে চাঁদপুর রাবার স্ট্যাটের ম্যানেজার ওলিউর রহমান বলেন, পাচারকারীরা কাঁচা রাবার সংগ্রহ করে এভাবে পাচার করছিল। এ বিষয়ে মামলার দায়েরের প্রস্তুতি চলছে। শ্রীপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ফনি বলেন, দীর্ঘদিন রাবার পাচার বন্ধ ছিল। পাচারকারীরা আবার সক্রিয় হয়ে এ পেশায় নেমেছে। রাবার পাচার বন্ধে কর্তৃপক্ষের সচেতন হতে হবে।   বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি রফিকুল ইসলাম জানান, রাবার বাগান থেকে ট্রাকের মাধ্যমে রাবার পাচার হচ্ছে, গোপনে এমন সংবাদ পেয়ে আমাদের কর্মীরা ভোর থেকেই বাজারে অবস্থান নিয়ে ট্রাকটি আটক করে। এতে করে সরকারের কয়েক লক্ষ টাকার পাচারকৃত রাবার উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আমাদের ধারণা রাবার পাচারের সাথে বন কর্মকর্তারাও জড়িত রয়েছে।
Share icon