জামালপুরে ৯ম যুব রেডক্রিসেন্টের ৫ দিন ব্যাপী প্রশিক্ষন ক্যাম্পের উদ্বোধন
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 10.02.2018 - 09:41 PM
এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর ৯ম যুব রেডক্রিসেন্টের ৫ দিন ব্যাপী প্রশিক্ষন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে এই প্রশিক্ষন ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার মানবতাবাদী সরকার। বিগত সরকারের আমলে উত্তরাঞ্চলে মঙ্গা হলেও বর্তমানের শেখ হাসিনার সরকারের আমলে মঙ্গা শব্দ উঠে যাওয়ার পাশাপাশি ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠনের সরকার কাজ করে যাচ্ছে। স্বাগত বক্তব্য রাখেন জামালপুর জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ও শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাছুম রেজা রহিম।
জেলা রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো: বছির উদ্দিন, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল ইসলাম মনি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক এসএম আহম্মদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আবু জাফর শিশা, অ্যাডভোকেট আমানউল্লাহ আকাশ, সোহরাব হোসেন বাবুল, জেলা শিক্ষা অফিসার মুখলেছুর রহমান প্রমুখ।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চীফ ক্যাম্প মার্শাল ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মো: আল আমিন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ক্যাম্প মার্শাল ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহাম্মেদসহ আরো অনেকে।
পরে রেড ক্রিসেন্টের সদস্যদের শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জামালপুরে ৯ম যুব রেডক্রিসেন্টের ৫ দিন ব্যাপী প্রশিক্ষন ক্যাম্পটি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আজিজ স্যারের নামে উৎসর্গ করেন। অনুষ্ঠানটির পরিচালনা করেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব সদস্য আশিকুর রহমান রাসেল।