শেরপুরের নকলায় পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত হলো শতাধীক পরিবার।
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 10.02.2018 - 10:02 PM
নকলা (শেরপুর) প্রতিনিধি।। শেরপুরের নকলা উপজেলায় ৯ ফেব্রুয়ারী শুক্রবার রাত ৮ টায় নকলা পৌরসভা ৯নং কলাপাড়া ওয়ার্ডে পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত হলো শতাধীক পরিবার।
উক্ত আলোকয়ানে ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি আব্দুল কদ্দুছ মাষ্টার সভাপতিত্বে পল্লী বিদ্যুৎ এর আলোকয়ানের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ নকলা উপজেলা শাখা।
উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাচিবের সহ-সভাপতি ডাঃ রফিকুল আলম, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খোরশিদুল আলম, কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ইন্তাজ আলীসহ সুবিধা ভোগী গ্রাহক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।
উক্ত আলোচনা সভায় নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ বলেন এই বছরের জুন মাসের মধ্যেই নকলা উপজেলা শতভাগ বিদ্যুৎ আওতায় আনা হবে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছাত্র নেতা রফিকুল ইসলাম।