জামালপুর জেসিসিআইয়ের পুনরায় সভাপতি হলেন রেজাউল করিম রেজনু সিআইপি

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 12.02.2018 - 04:43 PM
Share icon
    এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (জেসিসিআই) পুনরায় সভাপতি নির্বাচিত হলেন রেজাউল করিম রেজনু সিআইপি। সম্প্রতি জেসিসিআইয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় গঠনতন্ত্রের ১৭/১(বি) ধারা অনুযায়ী গত ২২ নভেম্বর সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠিত ৩ সদস্যের নির্বাচন বোর্ডের পরিচালনায় ২০১৮-২০২০ মেয়াদে পরিচালক পরিষদের নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।   নির্বাচিত কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকরামুল হক নবীন, জুনিয়র সহ-সভাপতি (১) আলহাজ মোঃ নজরুল ইসলাম, জুনিয়র সহ-সভাপতি (২) শ্রী রঞ্জন কুমার সিংহ, পরিচালক হিসেবে মির্জা গোলাম কিবরিয়া কবীর, আলহাজ এ.কে.এম শফিকুল ইসলাম (জুলহাস), মোঃ মঞ্জুরুল ইসলাম লানজু, শ্রী শ্যামল চন্দ্র সাহা, মোঃ খালেদুজ্জামান প্রদীপ, শ্রী সুবীর বসাক, মোঃ রফিকুল ইসলাম (লিটন), মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আনিসুর রহমান (মানিক), মোঃ এনামুল হক খান (মিলন), মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ ফখরুজ্জামান আকন্দ, মোঃ লুৎফল কবীর (বাবু) এবং মোঃ মোতালেব হোসেন (মিলন) নির্বাচিত হন।   বিজ্ঞপ্তিতে জানা যায় গত ৪ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। ৪ জানুয়ারী খসরা ভোটার তালিকা প্রকাশ করা হয়। খসরা ভোটার তালিকার বিষয়ে আপত্তির শেষ তারিখ ছিল ১০ জানুয়ারী। আপত্তি নিস্পত্তি বিষয়ে সিদ্ধান্ত হয় ১৩ জানুয়ারী। মনোনয়ন সংগ্রহের তারিখ ছিল ২০ জানুয়ারি। মনোনয়ন পত্র দাখিলের তারিখ ছিল ২৩ জানুয়ারি। প্রার্থীতা বাছাই ও তালিকা প্রকাশের তারিখ ছিল ২৪ জানুয়ারী। মনোনয়ন বাতিল সংক্রান্ত আপিলের শেষ তারিখ ছিল ২৭ জানুয়ারী। আপিল শুনানী ও নিস্পত্তির তারিখ ছিল ৩০ জানুয়ারী। মনোনয়ন প্রত্যাহারের তারিখ ছিল ৩ ফেব্রুয়ারী বিকেল ৪টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ ছিল ৪ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৪টায়।   বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় নির্বাচনের প্রতিদন্ধিতার জন্য সাধারণ গ্রুপ হতে মনোনয়ন সংগ্রহ করেন ২২জন সাধারণ গ্রুপের মনোয়ন জমা দেন ১২জন এবং সহযোগী গ্রুপ থেকে মনোনয়ন সংগ্রহ করেন ১১জন জমা দেন ৬জন। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, জুনিয়র সহ-সভাপতি-১, জুনিয়র সভাপতি-২,  পদগুলোতে ১টি করে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া হয়। ফলে সাধারণ গ্রুপে ১২জন সহযোগী গ্রুপে ৬টি পদে ৬জন নির্বাচনে প্রতিদন্ধি না থাকায় গঠনতন্ত্রের ১৭(১) বিধি-১৫ (১) জ ধারা অনুযায়ী গত ৪ ফেব্রুয়ারী নির্বাচন বোর্ডের এক সভায় উল্লেখিত কর্মকর্তাগন সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।   পরবর্তিতে পরিচালকগনের সভায় রেজাউল করিম রেজনু সিআইপিকে সভাপতি ও মোঃ ইকরামুল হক নবীনকে সিনিয়র সহ-সভাপতি, আলহাজ মো: নজরুল ইসলামকে জুনিয়র সহ-সভাপতি-১, শ্রী রঞ্জন কুমার সিংহকে জুনিয়র সহ-সভাপতি-২ করে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তা নির্বাচন করা হয়।   বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এফবিসিসিআই ও সার্ক চেম্বার অব কমার্স’র পরিচালক, দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক রেজাউল করিম রেজনু সিআইপি ইতিপূর্বে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরপর ৩ মেয়াদে ২০১৫ সাল পর্যন্ত সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেন। তার সেই দায়িত্ব পালন কালে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভবনের দ্বিতীয় তলা নির্মাণ, মসজিদ-মাদ্রাসায় অনুদান, জামালপুর ব্যবসায়ীদের মধ্যে শান্তিপূর্ন সহবস্থানের পরিবেশ সৃষ্টি, ব্যবসার অনুকুল পরিবেশ সৃষ্টি, জামালপুরে অর্থনৈতিক বিকাশ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে ব্যাপক কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছেন। জামালপুরের হস্তশিল্পের সাথে জড়িত নারী উদ্যোক্তাদের সংগঠিত করে নারীর ক্ষমতায়নে বিশেষ অবদান রেখেছিলেন।   বৈদেশিক বানিজ্যের ক্ষেত্রে আর্থিক লেনদেনের কোন প্রতিষ্ঠান জামালপুরে ছিলনা এক্ষেত্রে ব্যবসায়ীদের ময়মনসিংহ যেতে হতো। জামালপুরের ব্যবসায়ীদের আমদানি রপ্তানীর কাজে বৈদেশিক লেনদেনের সমস্যা দুর করা জন্যে তিনি জামালপুরে এডি ব্রাঞ্চ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেন। তার মেয়াদকালে জামালপুরে বইমেলা, বানিজ্যমেলা, এসএমই পণ্যমেলা ইত্যাদি আয়োজনে ব্যাপক ইতিবাচক ভূমিকা পালন করেন। পরপর তিনবার এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সেই সুবাধে জামালপুর ব্যবসার ক্ষেত্রে অনুকুল পরিবেশ সৃষ্টিসহ বৈদেশিক বানিজ্যের সুযোগ সৃষ্টিতেও তার ভুমিকা গুরুত্বপূর্ন।   প্রথম মেয়াদে দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের তদানিন্তন গভর্নর জামালপুরের কৃতি সন্তান ড. আতিউর রহমান’র সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এই শুভ উদ্যোগের মাধ্যমেই ন্যাশনাল ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাদের জামালপুরে এনে হস্তশিল্পের নারী উদ্যোক্তাদের সহজ শর্তে স্বল্প সুদে ঋনের ব্যবস্থা করেন। এবারের সভাপতির দায়িত্ব পালন কালে জামালপুরের ব্যবসায়ীদের সকল সমস্যা সংকট নিরসনের উদ্যোগ গ্রহন করবেন এবং জামালপুরে ব্যবসার ক্ষেত্রে অনুকুল পরিবেশ সৃষ্টিতে ব্যাপক উদ্যোগ গ্রহন করবেন বলে তিনি জানান। তিনি এক্ষেত্রে চেম্বারের সাথে যুক্ত সকল সদস্য, পরিচালকবৃন্দ, ব্যবসায়ীসহ সকল মহলের দোয়া ও সহযোগীতা চান।
Share icon