শেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 15.02.2018 - 01:05 AM
Share icon
 
শেরপুর প্রতিনিধি ।। শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় ১৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায় “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২দিন ব্যাপী বিজ্ঞান অলিম্পিয়াড মেলা শেরপুর সদর উপজেলা পরিষদ চত্ত্বরে উদ্বোধন করা হয়েছে।
 
শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড উদ্বোধন করেন, শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ছানুয়ার হোসেন ছানু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার পিকন কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নূর আলম মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বজলুর রশীদ, জেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যান।   ২ দিন ব্যাপী এ মেলায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির বিষয়ক কার্যক্রমের প্রদর্শনীর জন্য ১৮টি স্টলের মাধ্যমে তাদের এসব উদ্ভাবন তুলে ধরেন। বিজ্ঞান অলিম্পিয়াড এর মেলায় মাধ্যমে অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রীরা উজ্জীবিত হয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে নিজেদের উদ্ভাসিত করতে পারবে বলে এমনটাই মনে করেন আয়োজনকারী ও সুশীল সমাজের নেতৃবৃন্দগণ। অনুষ্ঠানে জেলা সদরের স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
Share icon