শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 17.02.2018 - 01:30 PM
Share icon
  শেরপুর প্রতিনিধি।। শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের অবৈধ আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে শেরপুরের সনাতন ধমাবলম্বীর জনগোষ্ঠির পুরোহিত, বিভিন্ন পূজা মন্ডপ কমিটি, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও নেতৃবৃন্দগণ সম্প্রতি কেন্দ্রীয় কমিটি কর্তৃক শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের অবৈধ আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় শেরপুর জেলা শহরের নিউমার্কেট মোড়ে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে। অবৈধ, ফরমায়েসি, গঠনতন্ত্রবিরোধী, বিতর্কিত, হিন্দু সম্প্রদায়ের স্বার্থবিরোধী তথাকথিত পূজা উদযাপন পরিষদের অবৈধ কমিটি মানিনা মানব না, বাতিল কর এমন অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, শেরপুরের হাতে গোনা ৪/৫ জন কালো ব্যবসায়ী পূজা উদযাপন পরিষদের কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দকে কয়েক লাখ টাকা উৎকোচ দিয়ে শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের একটি আহ্বায়ক কমিটি নিয়ে আসনে। কমিটিতে থাকা এসব নেতৃবৃন্দ কোন দিন মন্দির, মঠ, কিংবা উপাসনালয়ে ধর্মীয় কাজে অংশ গ্রহণ করতে দেখেনি কেউ। তাই এ অবৈধ কমিটি বাতিল করে সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দু সম্প্রদায়ের দাবী অবিলম্বে মেনে নেয়ার আহ্বান জানান। নচেৎ যে কোন মুর্হুতে জেলায় আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতির আশংকা রয়েছে। একঘণ্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, আদিবাসী নেতা মনিন্দ্র চন্দ্র বিশ্বাস, শেরপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. মিহির কুমার সাহা, সাধারণ সম্পাদক কমলা কান্ত চক্রবর্তী, পুরোহিত কল্যাণ পরিষদের সভাপতি বিপুল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সঞ্জিত চক্রবর্তী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা কমিউনিস্ট পার্টি সভাপতি সোলায়মান আহাম্মেদ, মলয় চাকী, বিকাশ ঋষি প্রমুখ। মানববন্ধন শেষে শেরপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. মিহির কুমার সাহা, সাধারণ সম্পাদক কমলা কান্ত চক্রবর্তী ও পুরোহিত কল্যাণ পরিষদ সভাপতি বিপুল চক্রবর্তী স্বাক্ষরিত এক স্মারকলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে প্রদান করা হয়।
Share icon