শেরপুরে মুক্তিযোদ্ধের ইতিহাস সংকলিত বইয়ের মোড়ক উন্মোচন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 17.02.2018 - 01:43 PM
Share icon
  শেরপুর প্রতিনিধি।। শেরপুর জেলা মুক্তিযোদ্ধের ইতিহাস সংকলিত বইয়ের মোড়ক উন্মোচন ও বিতরন অনুষ্ঠান  শনিবার দুপুরে শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এডঃ মোখলেছুর রহমান আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন ও বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর সদর ১ আসনের এমপি মহান মুক্তিযোদ্ধা সংসদের হুইপ আতিউর রহমান আতিক।   বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ডি.ডি.এল.জি এটিএম জিয়াউল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোঃ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল ইসলাম হিরু, জেলা আওয়ীলীগের যুগ্ম সম্পাদক এডঃ সুব্রত কুমার দে ভানু, ১৯৭১ সালে শেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট প্রধান মোঃ জাফর ইকবাল, সদর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাস্টারের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে সদর থানার ওসি নজরুল ইসলাম, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডঃ রফিকুল ইসলাম আধার, আওয়ীলীগ নেতা চন্দন কুমার সাহাসহ সদর মুক্তিযোদ্ধা কমান্ডের সকল সদস্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Share icon