শেরপুর আইনজীবী সমিতি নির্বাচনে পরিচিতি অনুষ্ঠান

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 18.02.2018 - 08:59 PM
Share icon
 
শেরপুর প্রতিনিধি ।। শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে অংশগ্রহণকারী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের যৌথ প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি রোববার বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে ২নং বার ভবন মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়। পরিচিতি অনুষ্ঠানে উভয় প্যানেলের পক্ষে বক্তব্য রাখেন, সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার ও ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী সাবেক সহ-সভাপতি এডভোকেট মোঃ মিজানুর রহমান, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী ও ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট মাহবুবুল আলম রকীব। এসময় উভয় প্যানেলের অন্যান্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশনার এডভোকেট জাহিদুল হক আধারের পরিচালনায় অনুষ্ঠানে অপর ৩ কমিশনার এডভোকেট মধুসূদন দত্ত, এডভোকেট মোঃ মুনীর ও এডভোকেট হাছেন আলীসহ সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামানসহ সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক ও সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন আগামী ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ২নং বার ভবন মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
Share icon