শেরপুরে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 18.02.2018 - 10:01 PM
সময় ডেস্ক ॥ শেরপুরে ইটভাটা গুলোতে ১৮ ফেব্রুয়ারি রবিবার বিকেলে অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। অভিযানকালে বিএসটিআই অনুমোদিত ইটের মাপে কারচুপির অভিযোগে শহরের নওহাটা এলাকার দুটি ইটভাটাকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়। জরিমানা দেওয়া ইটভাটা দু’টি হলো ‘আরএইচ ব্রিক ফিল্ড’ এবং‘ আলআমিন ব্রিক ফিল্ড’। অভিযানকালে শহরের আরও ৭টি ইটভাটাকে আগামী সাতদিনের মধ্যে তাদের ইটের পরিমাপ সঠিক করার জন্য সতর্ক করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আরিফুর রহমান ইটভাটায় অভিযান পরিচালনা করে দুই ইটভাটার নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন ইটভাটার বিরুদ্ধে সঠিক পরিমাপে ইট তৈরী না করার অভিযোগ উঠেছিলো। তারই প্রেক্ষিতে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ভোক্তা অদিকার সংরক্ষণ আইনের ৯ ধারায় এ জরিমানা আদায় করা হয়।