শেরপুরে রাজু হত্যার বিচারের দাবীতে মিছিল, মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 15.03.2018 - 01:55 PM
Share icon
  স্টাফ রিপোর্টার॥ শেরপুর জেলার শহরের পৌর সভার শেখহাটী মহল্লার বাসিন্দা আঃ কুদ্দুসের ছেলে ও পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এড. আঃ মান্নানের ছোট ভাই তরুণ ব্যবসায়ী মাহাবুর রহমান রাজু হত্যার প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবীতে শেরপুর সচেতন নাগরিক সমাজের আয়োজনে ১৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর সভার বিভিন্ন পাড়া মহল্লার হাজার হাজার মানুষ মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে এক মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করে।   এ মানববন্ধন কর্মসূচীতে বাংলাদেশ মানবাধিকার কমিশন, শেরপুর জেলা শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখা, পাতাবাহার খেলাঘর আসর, সম্মিলিত সামাজিক আন্দোলন, শেরপুর কলেজ শিক্ষক ফাউন্ডেশন, আলোর মিছিল রক্তদান সংগঠন, যিদনী মডেল স্কুলসহ প্রায় অর্ধশতাধিক সংগঠন তাদের ব্যানার পোস্টার নিয়ে নানা পেশাজীবি নারী-পুরুষ, রাজু হত্যাকান্ডের সাথে জড়িত দোষীদের বিচার ও ফাঁসি দাবী করে মানববন্ধনে অংশ গ্রহণ করে। এসময় মানববন্ধনে শেরপুর সচেতন নাগরিক সমাজের ব্যানারে বক্তব্য রাখেন, শেরপুর পৌর সভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক এড. খন্দকার মাহাবুবুল আলম রকীব, নির্বাহী সদস্য এড. রেদওয়ানুল হক আবীর, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. সিরাজুল ইসলাম, নিহত রাজুর বড়ভাই সিনিয়র এড. আব্দুল মান্নান, এড. তরিকুল ইসলাম ভাসানী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সালেহ নূরুল ইসলাম হীরু, পৌর প্যানেল মেয়র-১ মোঃ আতিউর রহমান মিতুল, জেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান, শেরপুর সরকারি কলেজে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিব সংকর কারুয়া শিবু, পৌর সভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রহুল আমীন, গাজীরখামার ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, শেরপুর সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম হোসেন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।   বক্তারা বলেন, শান্তির শহর শেরপুরের ইদানিং নানা ভাবে অশান্ত। শিশু হত্যা, মানুষ হত্যার মত জঘন্য ঘটনায় মুখোমুখি হতে হচ্ছে। যার অন্যতম কারণ হিসেবে প্রতিয়মান হচ্ছে, সুদ, মাদক, ক্রিকেট জুয়ার মত সমাজ বিরোধী কর্মকান্ড অবাধ সংগঠিত হওয়ার ফলশ্রুতিতে এসব ঘটনা ঘটে চলেছে। গত ২২ ফেব্রুয়ারি তরুণ ব্যবসায় মাহাবুর রহমান রাজু কে হত্যাকারীরা নির্মমভাবে জবাই করে হত্যা করে দিঘারপাড় এলাকার জনৈক কামাল খানের ধানক্ষেতে মরদেহ ফেলে রাখে।   চাঞ্চল্যকর এই হত্যাকান্ড আমাদের সংঙ্কিত করেছে। এই নির্মম হত্যাকান্ডে আজ শেরপুরবাসী আতংকিত। আতংকিত হলেও শান্তি প্রিয় শেরপুরবাসী পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠাসহ এসব অপরাধ দমনে সকলেই বদ্ধপরিকর।   আমরা তাই জুয়ার মতো সমাজ বিরোধী সব কাজ সমূলে উৎপাটনের লক্ষে রাজু হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত কঠোর বিচার প্রত্যাশা করে। আইনের যথাযথ প্রয়োগই অশান্ত মানুষের হৃদয়কে শান্ত করতে যথার্থ।   শেষে রাজু হত্যাসহ অন্যান্য অপরাধের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের যথাযথ ব্যবস্থা দৃশ্যমান থাকে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় এব্যাপারে শেরপুর সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে এক স্বারকলিপি প্রদান করা হয়।
Share icon