শেরপুরে মাদকের অপব্যবহার বিরোধী প্রেস ব্রিফিং

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 01.03.2018 - 03:19 PM
Share icon
 
শেরপুর প্রতিনিধি।। মাদকের অপব্যবহার বিরোধী “তথ্য অভিযান” সংক্রান্ত এক প্রেস ব্রিফিং ১ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় শেরপুর জেলা তথ্য অফিস ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশব্যাপী মাদকের অপব্যবহার বিরোধী প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
 
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, সমাজ থেকে মাদকের অপব্যবহার রোধ করতে হলে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে আরো সচেতনতা বৃদ্ধি করতে হবে।   এছাড়াও অভিভাবকদের দায়িত্ব কম নয় এবং যুব সমাজ যেন মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একটি সুন্দর দেশ-জাতি ও সমাজ গঠন করতে হলে মাদকমুক্ত যুব সমাজকে কাজে লাগিয়ে আগামী দিনে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে। এজন্য সাংবাদিক তথা গণমাধ্যম কর্মীদের ভূমিকাও কম নয় বলে তিনি বলেন। শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের মাদক বিরোধী এ অভিযানে সার্বিক সহযোগিতা করার জন্য আশা ব্যক্ত করেন।   এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) নারায়ণ সরকার, শেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মেরাজ উদ্দিন, আঃ রফিক মজিদ, জিএইচ হান্নান, আদিল মাহমুদ উজ্জল, দেবাশীষ ভট্টাচার্য্য, আবুল হাশিম প্রমুখ।
Share icon