শেরপুরে মোটর সাইকেল-পিকআপের সংঘর্ষে নিহত ১, আহত ২
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 22.02.2018 - 12:28 AM
শেরপুর প্রতিনিধি।। শেরপুর জেলার সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার চৈতাজানী এলাকায় ২১ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৩টার দিকে পিকআপ ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী কিশোর রিয়ান (১৫), বাপ্পী (১৬) ও রিফাত (১৭) গুরুতর আহত হয়। পরে আহত ওই তিন কিশোরকে এলাকাবাসী উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে রিয়ান মারা যায়। হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বানিয়া পাড়া গ্রামের বাসিন্দা জনৈক জাহাঙ্গীর আলমের ছেলে রিয়ান তার অপর দুই কিশোর বন্ধু বাপ্পী ও রিফাতকে নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ী যাচ্ছিল। এসময় শেরপুর সীমান্ত সড়ক শ্রীবরদীর উপজেলায় চৈতাজানী এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং পিকআপটি খাদে পড়ে যায়। এ দুঘটনায় ওই তিন কিশোর গুরুতর আহত হয়। পরে আহতদের এলাকাবাসী উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে রিয়ান মারা যায়। এছাড়া অপর মোটর সাইকেল আরোহী বাপ্পী ও রিফাতের অবস্থার অবনত ঘটলে তাদের উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।