শেরপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গণ জমায়েত
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 08.03.2018 - 01:05 AM
স্টাফ রিপোর্টার॥ ঐতিহাসিক ৭ মার্চ বাঙ্গালী জাতির স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য একটি দিন। ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চে তদানীন্তন পাকিস্তান সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের এক পর্যায়ে ৭ মার্চের এদিনে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল জন সমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।
তাই এ দিনটি স্মরণ রাখতে সারাদেশের ন্যায় শেরপুরে বাংলাদেশ আওয়ামীলীগ শেরপুর সদর উপজেলা শাখার আয়োজনে ৭ মার্চ বুধবার বিকেল ৪টায় শেরপুর জেলা শহরের চকবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোঃ আমীর আলী চেয়ারম্যান এর সভাপতিত্বে এক বিশালগণ জমায়েত অনুষ্ঠিত হয়। উক্ত গণ জমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ খোরশেদুজ্জামান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. চন্দন কুমার পাল পিপি, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, এড. মোসাদ্দেক ফেরদৌসী, মিনহাজ উদ্দিন মিনাল, জেলা আওয়ামলীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডাঃ এম.এ বারেক তোতা, জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নাসরিন রহমান, শহর আওয়ামীলীগ সভাপতি এড. আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, শহর মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আঞ্জুমুন আলম লিপি, জেলা ছাত্রলীগ সভাপতি শোয়েব হাসান সাকিল, সাবেক সভাপতি জুনায়েদ নূরানী মনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। এসময় গণ জমায়েতে হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক বলেন, বঙ্গবন্ধু কন্যা জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্ব দরবারে ডিজিটাল রোল মডেল হিসেবে স্থান পেয়েছে। দরিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে এ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে শেরপুর বাসীকে আহ্বান জানান।