জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 10.03.2018 - 02:02 PM
জামালপুর প্রতিনিধি ॥ ‘জানবে বিশ^ জানবে দেশ,দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে ১০ মার্চ সারাদেশের মতো জামালপুরেও পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। এ উপলক্ষে সকালে স্থানীয় বকুলতলা চত্বর হতে বের হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহর প্রদক্ষিণের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকারের উপপরিচালক খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) মো. লোকমান হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী, ফায়ার সার্বিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শেহনাজ হক চৌধুরী, জামালপুর প্রথম ফাঁড়ির পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম, হেবিটেড ইন্টান্যাশনাল জামালপুর কার্যালয়ের সমন্বয়কারী রতন দেউরি, জেলা ব্র্যাক প্রতিনিধি, ওযার্ল্ড ভিশন প্রতিনিধি মুক্তি মহানায়ক, ইএডিও প্রতিনিধি মাহফুজা বেগম, প্রশিপস এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, অপরাজেয় বাংলাদেশ জামালপুর আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, জিলা স্কুলের ছাত্র রাহাত প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে জামালপুর হাইস্কুল প্রাঙ্গনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগ প্রস্তুতির ওপর মহড়া অনুষ্ঠিত হয়।