জেলা প্রশাসনের আয়োজনে শেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 10.03.2018 - 05:10 PM
Share icon
  সময় ডেস্ক ।। সারাদেশের ন্যায় শেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে “জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোবাকিলায় প্রস্তুত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে ১০ মার্চ শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও এনজিওদের অংশ গ্রহণে বর্ণাঢ্য র‌্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।   জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা এবিএম রেজাউল করিম, রেড ক্রিসেন্ট সাধারণ সম্পাদক ফকরুল মজিদ খোকন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক মোঃ আবুল বাশার। এসময় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, দুর্যোগ মোকাবেলা বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি আমাদের দেশের মানুষের মনোবল এখন অনেক বেশি। আমাদের রয়েছে সূদীর্ঘ অনুশীলন ও অভিজ্ঞতা এবং আমাদের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুর্যোগের নতুন ঝুঁকি প্রতিরোধ করতে মনোবল প্রস্তুতি থাকতে হবে। যে কোন অগ্নিকান্ড, সড়ক দুর্ঘটনা, ভূমিকম্প সহ যে ধরনের দুর্ঘটনা ঘটার পূর্বে এবং পরে কি? কি? করণীয় সে সম্পর্কেও ধারণা থাকতে হবে। এজন্য ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, শিক্ষার্থী, শিক্ষক, এনজিও গণমাধ্যম কর্মীদের ভূমিকাও কম নয়।   এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরে আলম মৃধা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, সহ স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, এনজিও কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।   আলোচনা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মুখে অগ্নিকান্ড, সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন দূর্যোগের এক যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এতে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার, কর্মী ও রেড ক্রিসেন্ট এর সদস্যরা অংশ গ্রহণ করে।
Share icon